বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

এবার নতুন রূপে ফের আসছে ‘বাহুবলী’ !

নিউজ ডেস্ক:

‘বাহুবলী’ ঝড় এখনো অব্যাহত। বড় পর্দার সব রেকর্ড ভেঙে ফেলে এস এস রাজামৌলির ছবি ভারতীয় সিনেমার ইতিহাসটাই বদলে দিয়েছে। ২৮ এপ্রিলে মুক্তিপ্রাপ্ত এই ছবি ইতোমধ্যেই ১৫০০ কোটি টাকার ওপরে ব্যবসা করে ফেলেছে। সামনের মাসে চীনেও মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী ২’।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, বড় পর্দার বিপুল সাফল্যের পরে এবার ছোট পর্দায় আসছে ‘বাহুবলী: দ্য লস্ট লিজেন্ডস’। জানা গেছে, ছবিটির অসামান্য সাফল্যের পর টিভির দর্শকদের জন্য বাহুবলী আসবে অ্যানিমেশন সিরিজ আকারে।

অ্যানিমেশন সিরিজটি একত্রে তৈরি করেছেন শরদ দেবরাজন, অর্ক মিডিয়াওয়ার্কস এবং অবশ্যই ছবির পরিচালক রাজামৌলি। রাজামৌলি বলেছেন, এই সিরিজ শুধু ছোটদের কথা ভেবেই বানানো হয়নি। সব বয়সের দর্শকদের কথাই ভাবা হয়েছে।

রাজামৌলি এর আগেই ছবিটি সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছিলেন, ছবির দু’টি পর্বে যা দেখানো হয়েছে, তা হিমশৈলের চূড়া মাত্র। বাহুবলীর গল্প যখন থেকে আমায় মাথায় এসেছিল, তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম, এই গল্পের অনেক সম্ভাবনা আছে। একে কেবল একটা বা দুটো ছবিতে বেঁধে রাখা যাবে না। সেখান থেকেই এই সিরিজের পরিকল্পনা।

শোনা যাচ্ছে, এই অ্যানিমেশন সিরিজ বাহুবলীর প্রিকোয়েল হিসেবেই বানানো হয়েছে। যেখানে তরুণ দুই রাজপুত্র বাহুবলী এবং বল্লালদেবের অভিযান দেখানো হবে। তবে ঠিক কবে থেকে এই সিরিজ দেখানো হবে তা এখনও ঘোষণা করা হয়নি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular