এবার দুর্গাপূজায় মণ্ডপ পাহারায় যুক্ত করা হবে মাদ্রাসা ছাত্রদের: ধর্ম উপদেষ্টা

0
1

এবারের দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা নেই উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আসন্ন দুর্গাপূজায় কোনো চ্যালেঞ্জ নেই। নাশকতার আশঙ্কা করি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে সনাতনী ভাইবোনেরা দুর্গোৎসব পালন করতে পারবে।

এবার মাদ্রাসা ছাত্রদেরও মণ্ডপ পাহারার কাজে সংযুক্ত করা হবে। ’

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহীর গোদাগাড়িতে দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘মানুষকে পিটিয়ে হত্যা করা, হামলা করা— এই কালচার আমরা পরিবর্তন করতে চায়। তারপরও বিক্ষিপ্তভাবে এসব হয়েই চলেছে। বিপ্লবোত্তর সময়ে এসব হয়েই থাকে। আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। ’

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি। কাউকে লাঞ্চিত করা, জোর করে পদত্যাগ করানো অত্যন্ত গর্হিত কাজ। আমরা এসব বন্ধ করার জন্য কাজ করছি। সবাইকে আইনের আওতাও আনা হবেন। ’