বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এবার ‘টাইগার জিন্দা হ্যায়’র মুক্তি নিয়ে সংশয় !

নিউজ ডেস্ক:

‘পদ্মাবতী’র পর হিন্দুত্ববাদী সংগঠনের রোষে এবার ‘এক থা টাইগার’এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’কে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকি সিনেমাটি আদৌ মুম্বাইতে মুক্তি পাবে কি না, সে নিয়েও দেখা দিয়েছে সংশয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) ফিল্ম বিভাগের প্রধান অমেয় খোপকারের হুমকি, যশ রাজ ফিল্মস তাদের দাবি না মানলে, কোনো দিন মুম্বাইতে কোনো সিনেমার শুটিং করতে দেবে না সেনা।

সংগঠনটির দাবি, সালমান ও ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’ নয়, মহারাষ্ট্রের সিনেমা হলগুলোতে প্রাইম টাইমে দেখাতে হবে মারাঠি সিনেমা ‘দেবা’। ইতিমধ্যেই রাজ্যের সব হল মালিককে চিঠি দিয়ে এই দাবির কথা জানানো হয়েছে। এমনকি, যশ রাজ ফিল্মসকেও এই কথা জানানো হয়েছে। এরপরই সংগঠনটির পক্ষ থেকে কার্যত হুমকি দিয়ে জানানো হয়েছে, দাবি মেনে ‘দেবা’র জন্য স্ক্রিন খালি না রাখলে ভবিষ্যতে মুম্বাইতে তাদের কোনো সিনেমার শুটিং চলতে দেওয়া হবে না।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা শালিনী ঠাকরে অবশ্য দাবি করেছেন, তাঁরা কাউকে হুমকি দেননি। কিন্তু যশ রাজ আসন্ন ২২ ডিসেম্বর অন্য কোনো সিনেমাকে মুক্তি পেতে দিতে চাইছে না। সেনার বক্তব্য, ‘হিন্দি সিনেমা যেভাবে মারাঠি-সহ অন্যান্য সিনেমাকে গ্রাস করছে, সেটার বিরোধী সেনা।’

শালিনীর দাবি, মুরলী নালাপ্পার ডেবিউ সিনেমা, যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ চৌধুরি, তেজস্বিনী পণ্ডিত, সেই সিনেমাটিকে অবশ্যই সসম্মানে মুক্তি পেতে দিতে হবে মুম্বাইয়ের সবকটি নামকরা হলে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular