বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এবার খোলামেলা আড্ডায় প্রিয়াঙ্কা যা বললেন!

নিউজ ডেস্ক:

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ধরা দিলেন ‘কফি উইথ করণ’-এর মঞ্চে। খোলামেলা আড্ডায় উঠে এল এমন কিছু কথা যার জন্য প্রিয়াঙ্কা বলেই ফেললেন, আমি চাই না, মা এই এপিসোডটা দেখুক।

কেন বলুন তো? আসলে এই শো-তে এসে প্রিয়াঙ্কা শেয়ার করেছেন তার ফোনে সেক্স করার কথাও। জানিয়েছেন, কী ভাবে পার্টনারের সঙ্গে তিনি স্নান করেন। আর এসব মায়ের কানে যাক তা একেবারেই চান না নায়িকা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এর থেকে বেশি মুখ খোলেননি তিনি। কারণ তার মতে, ভাল জিনিসে নজর লেগে যাবে।

আজ বিশ্ব জুড়ে তুমুল জনপ্রিয়তা তার। কিন্তু হলি জার্নির পথটা শুরুতে এত মসৃণ ছিল না। প্রিয়ঙ্কার কথায়, আমি ২৫টা স্ক্রিপ্ট পড়েছিলাম। তারপর কোয়ান্টিকোর জন্য রাজি হয়েছি। বলিউড ছেড়ে আপাতত হলিউডেই পাড়ি জমিয়েছেন। কিন্তু সব সময়েই প্রিয়াঙ্কার কড়া নজরে থাকে বলি ইন্ডাস্ট্রি। কে কী করছে, এমনকি কে কী পোশাক পরছে তাও নজরে রাখেন তিনি। বলিউডকে মিস করেন? নায়িকার জবাব, আমি বলিউডের ছবি করতে চাই। স্ক্রিপ্ট পড়ছি। হিন্দিতে কথা বলা, নাচ এ সব সত্যিই খুব মিস করি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular