এবার কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্রবাহী মার্কিন বোমারু বিমান!

0
40

নিউজ ডেস্ক:

কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে চলমান দ্বন্দ্বের উত্তেজনা দিন দিন বাড়ছে। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার সফল বিস্ফোরণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে কোরীয় উপদ্বীপে।

আর এমন পরিস্থিতিতে কোরীয় উপদ্বীপে ফের বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর এবার তারা পরমাণু অস্ত্রবহনে সক্ষম দূরপাল্লার একটি বি-৫২ বোমারু বিমানের মহড়া চালিয়েছে। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে এই মহড়া দিল ওয়াশিংটন।

মার্কিন বি-৫২ বোমারু বিমানটি দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি ঘাঁটির উপর দিয়ে খুব নীচু দিয়ে উড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ৭২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওসান বিমান ঘাঁটির আকাশে অল্প কিছুক্ষণের আকাশে উড়ে এই মার্কিন বোমারু বিমানটি।

এর আগে দক্ষিণ কোরিয়া-মার্কিন যৌথ সামরিক মহড়ায় বি-৫২ বোমারু বিমান ব্যবহার করা হলেও তাকে উড়তে দেখা যায়নি।

২০১৩ সালে উত্তর কোরিয়া তার তৃতীয় পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পরও আমেরিকা ঠিক একইভাবে একটি বি-৫২ বোমারু বিমান আকাশে উড়িয়েছিল।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর