নিউজ ডেস্ক:
ফের মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য এবার ভারত ছুঁড়ল কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল। রবিবার সকালে ওড়িশার চাঁদিপুরের লঞ্চ প্যাড-৩ থেকে ওই মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
দু’দিন আগেই ভারত এই একই জায়গা থেকে পরমাণু মিসাইল পৃথ্বী-২ ছোঁড়ে ভারত। সেটি ছিল একটি সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল। মোবাইল লঞ্চারের মাধ্যমে এই মিসাইল ছোঁড়া হয় গত শুক্রবার সকালে। এটি ভারতের নিয়ম মাফিক ট্রেনিং এক্সারসাইজের অংশ বলে উল্লেখ করা হয়েছে।
পৃথ্বী টু একটি সিঙ্গল স্টেজ লিকুইড-ফুয়েলড ক্ষেপণাস্ত্র। এর ওয়ারহেড বহনের সর্বোচ্চ ক্ষমতা ৫০০ কিলোগ্রাম। এর রেঞ্জ ২৫০ কিলোমিটার। ভারতীয় বিমান বাহিনীর প্রাথমিক ব্যবহারের জন্য এটি নির্মিত হয়।
১৯৯৬ সালের ২৭ জানুয়ারি এর প্রথম পরীক্ষা হয়। এখন এর রেঞ্জ বেড়ে হয়েছে ৩৫০ কিলোমিটার এবং এখন এই ক্ষেপণাস্ত্র ৫০০ থেকে ১০০০ কিলোগ্রাম পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। ওডিশার চাঁদিপুরে এদিনের সফল উৎক্ষেপণে ভারতের প্রতিরক্ষা আরও জোরদার হল।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর