নিউজ ডেস্ক:
সৌদি আরব কাতারের সঙ্গে ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চলতি বছরের ৫ জুন। দুই দেশের সম্পর্ক উন্নয়নের কোনো লক্ষণ এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এরমধ্যেই কাতারের হাজার হাজার উট-বেড়াকে নিজেদের চারণভূমি থেকে সরিয়ে দিচ্ছে সৌদি আরব।
বিবিসি জানিয়েছে, এরইমধ্যে কাতারের ১৫ হাজার উট এবং ১০ হাজার ভেড়া সীমান্ত অতিক্রম করে নিজ ফিরে এসেছে। ফিরে আসা উট এবং ভেড়ার পালের জন্য কাতার একটি জরুরি আশ্রয়কেন্দ্র খুলেছে। সেখানে পানি এবং পশু খাদ্যের ব্যবস্থা রাখা হয়েছে।