বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

এবার ইনজুরির পথে মুশফিক !

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে এখনও সফলতার মুখ দেখেনি সফরকারী বাংলাদেশ। টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর প্রথম ওয়ানডেতেও ১০ উইকেটে হেরেছে টাইগাররা
এরই মাঝে টাইগার একাদশে হানা দিয়েছে ইনজুরি। সে কারণে প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারেননি তামিম ও মুস্তাফিজ।

দ্বিতীয় ওয়ানডেতে তামিমের ফেরার কথা শোনা গেলেও এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরকে বিদায় জানিয়ে দিয়েছেন মুস্তাফিজ। আর এবার সেই পথেই হাঁটছেন মুশফিক। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মুশফিকের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। আমরা এখনই কিছু বলতে পারছি না। তার চোটের ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের কেপটাউনে যেতে হবে।

১৮ অক্টোবর পার্লের বোল্যান্ড পার্কে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে
সেখানেই মুস্তাফিজের স্ক্যান করা হবে। আর কেপটাউনেই জানা যাবে মুশফিকের চোট পরিস্থিতি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular