এবারো ঈদে শিশুদের পছন্দের শীর্ষে ‘সারারা’ !

0
28

নিউজ ডেস্ক:

প্রতিবারের মতো এবার ঈদেও শিশুদের জন্য নতুন ডিজাইন ও ভিন্ন ধরনের পোশাক এসেছে বাজারে। তবে শিশুদের পছন্দের শীর্ষে রয়েছে সারারা। রাজধানীর বিভিন্ন শপিংমলে পাওয়া যাচ্ছে শিশুদের পছন্দের শীর্ষে থাকা এই সারারা।

রাজধানীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা গেছে, যমুনা ফিউচার পার্কে পাওয়া যাচ্ছে শিশুদের প্রিয় পোশাক সারারা। রোজার ঈদের তুলনায় এবার সারারার ডিজাইন, রঙ ও বৈচিত্রে পরিবর্তন এসেছে। আর তাই বিক্রিও হচ্ছে বেশি।

আলোলম্বা স্কার্ট আর জমকালো কামিজের সমন্বয়ে তৈরি এই পোশাকের নাম দেয়া হয়েছে সারারা। তবে কেউ স্কার্ট না পরতে চাইলে পালাজ্জো দিয়েও পরতে পারবেন। সারারা মূলত ভারতের পোশাক। ভারত থেকে ক্রয় করে বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন মার্কেটে। সারারা বিক্রি হচ্ছে সর্বনিম্ন ছয় হাজার টাকা থেকে সর্বচ্চো ষোল হাজার টাকায়।

এছাড়া আছে গাউনও। যা পায়ের পাতা পর্যন্ত লম্বা, আর ঘেরও বেশি। ঝলমলে কাজের গাউনের সঙ্গে আলাদা করে ওড়না পরতে হবে না। আর কেপগাউনের বাড়তি সুবিধা হলো এর বাহারি ওড়না। গাউনের সঙ্গে নানান ধরনের কটি এনেছে ইয়েলো। ফুল লং, শর্ট বা সেমি শর্ট কটি যেকোনো পোশাকের সঙ্গে পরা যাবে।

তবে শপিংমলে অন্য পোশাক থাকলেও ঈদবাজারে বেনারসি কাপড়ের তৈরি এই সারারার দাপট অন্যরকম।

রাজধানীর অন্যান্য মার্কেট ঘুরে মিলেছে একই চিত্র। বেশিরভাগ শপিংমলগুলোতে বিক্রি হচ্ছে শিশুদের পোশাক। আর পছন্দের শীর্ষে রয়েছে সারারা।