বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

এনামুল হক বিজয়ের প্রথম ডাবল সেঞ্চুরি !

নিউজ ডেস্ক:

জাতীয় ক্রিকেটের ১৯তম আসরের প্রথম রাউন্ডে কাল ডাবল সেঞ্চুরির পথে ছিলেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার এনামুল হক বিজয়। ১৭২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বিজয় আজ আউট হওয়ার আগেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১২টি সেঞ্চুরি থাকলেও কোনো ডাবল সেঞ্চুরি ছিল না বিজয়ের। আজ সোমবার খুলনায় ৩৩০ বলে ১৭ চার আর দুই ছক্কায় সেই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫৬ বলে ২১৬ রানে থামেন তারকা এই ক্রিকেটার।

এর আগে, ২০১২ সালে ফতুল্লায় ঢাকা মেট্রোর বিপক্ষে ১৯৩ রানের ইনিংস খেলে ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরেছিলেন সাজঘরে। তবে এবার আর তিক্ত স্বাদ পেলেন না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular