নিউজ ডেস্ক:
সর্বকালের সেরা সাঁতারু বলা হয় ২৩টি অলিম্পিক সোনাজয়ী মাইকেল ফেলপসকে। দীর্ঘ ক্যারিয়ারে তাকে ঘিরে কোনো বিতর্ক হয়নি। আর অবসর নেয়ার পর কী না তার নাম জড়িয়ে গেলে বিতর্কে। সম্প্রতি একটি সাদা হাঙরের সাথে সাঁতার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিলেন ফেলপস। যাতে তিনি খুব সামান্য ব্যবধানে পরাজিত হন। ১০০ মিটার সাঁতারের সেই প্রতিযোগিতা সম্প্রচার করেছে ডিসকভারি চ্যানেল।
অনেকেই ভেবেছেন দক্ষিণ আফ্রিকায় খোলা সাগরে হাঙরের সঙ্গেই সাঁতরাচ্ছেন ফেলপস। কিন্তু আসলে এমনটি করা হয়নি।
হাঙ্গর এবং ফেলপস আলাদা আলাদাভাবে ১০০ মিটার সাঁতার কাটেন, পরে একটি কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এটিকে এক সঙ্গে দেখানো হয়। দর্শকদের বোকা বানানোর অপরাধে ফেলপসকেও অভিযুক্ত করা হচ্ছে। তবে ফেলপস বলছেন, সবাই এ প্রতিযোগির খুঁটিনাটি সব খোঁজ রাখেনি বলেই এটা হয়েছে। কিন্তু এটি তার দোষ নয়। আর কেউ যদি চায় হাঙরের সঙ্গে পাশাপাশি সাঁতার প্রতিযোগিতায় নাম লেখাতে পারে তাতে তার কোনো আপত্তি নেই। কিন্তু এটা যেন তারা মনে রাখে যে হাঙর কখনই মানুষের পাশাপাশি সোজা লাইন ধরে সাঁতার কাটবে না।
সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস