শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি !

নিউজ ডেস্ক:

বর্তমানে দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করলেও এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে মোবাইল ব্যাংকিং `ট্যাপ অ্যান্ড পে’ সেবা চালু করে চতুর্থ প্রজন্মের মেঘনা ব্যাংক লিমিটেড। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করলেও এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাত্র ২৫ হাজার কোটি টাকা লেনদেন হয়।

তিনি বলেন, দেশে মোট ৫৬টি ব্যাংক রয়েছে। এর মধ্যে ৩৯টি বেসরকারি ব্যাংক। আমাদের ব্যাংকিং সার্ভিস বৃদ্ধি করতে হবে। ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে দেশের সম্পদকে ছড়িয়ে দিতে হবে। আবদুল মুহিত বলেন, দেশে ব্যাংকগুলোর মধ্যে ৩২টি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র ১০টি ব্যাংক এ সেবা দিচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে দেশে সরকার ৬৪ থেকে ৬৫ হাজার কোটি টাকা দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করে থাকে। ভবিষ্যতে ওই পুরো টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মেঘনা ব্যাংকের এ মোবাইল সেবার মাধ্যমে কোনো শাখা ছাড়াই স্বল্প খরচে ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে টাকা সঞ্চয়, টাকা আদান-প্রদান, মোবাইলে টাকা রিচার্জ, বিভিন্ন বিল পরিশোধ থেকে শুরু করে যে কোনো জায়গায় সহজে দৈনন্দিন জীবনের কেনাকাটা করা যাবে।

মেঘনা ব্যাংকের ট্যাপ অ্যান্ড পে সেবা প্রি-পেইড কার্ড সম্বলিত অত্যাধুনিক নিরাপদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস। এটি বাংলাদেশের প্রথম চিপ বেইজড এনএফসি কার্ডসংবলিত মোবাইল ব্যাংকিং। যা গ্রাহকদের বিনামূল্যে প্রদান করা হবে।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন, পরিচালক কর্নেল এম এ লতিফ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কামরুল আহসানসহ ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular