শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

এখনো খাওয়া যাবে ১০৬ বছরের পুরনো ফ্রুটকেক !

নিউজ ডেস্ক:

১০৬ বছরেরও বেশি পুরনো হলেও ফ্রুটকেকটি এখনো খাওয়া যাবে। অ্যান্টার্কটিকার কেপ অ্যাডার এলাকার একটি ঘরে কেকটি পাওয়া গেছে।

টিনের একটা কৌটার মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় ছিল কেকটি। নিউজিল্যান্ডভিত্তিক অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের সংরক্ষণবিদেরা কেকটি খুঁজে পান।

১৯১০-১৩ সালের টেরা নোভা নামের এক অভিযানের সময় ওই চালাঘরে অভিযাত্রীরা থেকেছিলেন। কেকটি সম্ভবত তাঁই ফেলে গিয়েছিলেন সেখানে।

ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। আর হান্টলি অ্যান্ড পামার্স নামের একটা প্রতিষ্ঠান এতে পৃষ্ঠপোষকতা করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular