বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এখনই নয় ‘ডন ৩’!

নিউজ ডেস্ক:

‘ডন ৩’ নিয়ে শুরু হল আবারও জল্পনা। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন শাহরুখ খান। বুধবার একটি প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘ডন হল এমন একটি সিনেমা, যার শেষাংশ দেখলে বারবারই মনে হয় যে ‘শেষ হয়েও হইল না শেষ’।

যদিও ‘ডন’ ছবির পরিচালক  ফারহান আখতার জানিয়েছেন, এখনও ‘ডন ৩’ এর স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়নি। তা সত্ত্বেও সিক্যুয়েলের যুগে ‘ডন ৩’ নিয়ে আলোচনা সবার মুখে মুখে। তবে সম্ভবত এই বছরই শুরু হবে এই ছবির চিত্রনাট্য লেখার কাজ।

১৯৭৮ এর অমিতাভ বচ্চনের ‘ডন’ ছিল বলউড জগতের একটি মাইলস্টোন। এরপর ২০০৬ এ মুক্তি পায় ‘ডন’ এরই রিমেক ‘ডন: দ্য চেস বিগিনস্’। এরপর ২০১১ সালে মুক্তি পায় সেই ছবির সিক্যুয়েল ‘ডন ২’। ‘ডন’ এর সিক্যুয়েলের ব্যাপারে কথা বলতে গিয়ে সুপারস্টার শাহরুখ খান ‘রা ওয়ান’ র সিক্যুয়েলের কথা টেনে আনেন।

অবশ্য শাহরুখ খান আপাতত পরবর্তী ছবি রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রাইস’র প্রোমোশন নিয়ে ব্যস্ত। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এটি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular