এক সিজারে ৩ সন্তানের জন্ম দিল ঝিনাইদহের বিষয়খালি গুচ্ছগ্রামের প্রসুতি চম্পা খাতুন

0
10

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের বিষয়খালী গুচ্ছ গ্রামে এক প্রসুতির মা ৩ সন্তানের জন্ম দিয়েছে। শনিবার সকালে প্রসুতি মা চম্পা খাতুনের প্রসব বেদনা উঠলে তার স্বামী মাসুদ রানা ঝিনাইদহ হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালের ডাক্তার চম্পাকে দুপুরে সিজার অপারেশন করে ৩টি পুত্র সন্তান বের করে। পরে সন্তান ও চম্পার শারিরিক অবস্থা খারাপ হলে তাদের কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে হাসপাতালের ডাক্তার। ডাক্তার বলছেন শিশু ৩টির ওজন তুলনামুলক অনেক কম. এ কারনে তাদের কে উন্নত চিকিতসা দেওয়া প্রয়োজন। চম্পার স্বামী মাসুদ রানা গ্রামে পোল্টি মুরগির ব্যবসা করে, ফলে অর্থনৈতিক দিক থেকে তেমন স্বচ্ছল না। এ সংবাদ লেখা পর্যন্ত ৩ শিশু ও তার মা সুস্থ রয়েছে।