নিউজ ডেস্ক:
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের অনুষ্ঠান পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করার পর একথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান।
এর আগে, গতকাল রবিবার দুপুরে ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করেন।প্রতিনিধি দলে ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম, সাবেক সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানিও ছিলেন।
আমানউল্লাহ আমান বলেন, “আমরা উপাচার্যের সঙ্গে বৈঠক করেছি। ম্যাডাম একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অপর্ণ করবেন, তা জানিয়েছি। ”
এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ০১ মিনিটে খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। আমরা বরাবরের মতো গুলশান কার্যালয় থেকে যথাসময়ে কেন্দ্রীয় শহীদ উদ্দেশে রওনা দেব। ”
এছাড়া ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে আজ ২০ ফেব্রুয়ারি বিকালে আলোচনা সভা এবং পরদিন ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার পাশাপাশি ভোরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন দলটির নেতা-কর্মীরা।