বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

একদিনেই নেই ১৭ উইকেট, ভারতের পর বেকায়দায় অস্ট্রেলিয়া

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনে ১৫০ রানে অলআউট হয়ে বেকায়দায় পড়ে ভারত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারও খেলতে পারেনি ভারত। যদিও ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ান ব্যাটারদেরও নাস্তাবুদ করেছে ভারতীয় বোলাররা। ৬৭ রানেই ৭ উইকেট হারিয়ে দিনশেষ করেছে স্বাগতিকরা।

আজ শুক্রবার (২২ নভেম্বর) জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কদের তোপে দুই সেশনের আগেই অলআউট হয়েছে ভারতীয়রা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন ৮ নম্বরে নামা নিতিশ কুমার রেড্ডি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অজিরা। ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ ৪ উইকেট শিকার করে অজিদের লজ্জাজনক অবস্থায় ফেলে দেন। তার তোপে শুরুতেই ১৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। সেই চাপ পরে আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকেরা। অধিনায়ককে পরে দারুণ সঙ্গ দিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ফেলে দেন মোহাম্মদ সিরাজ (২ উইকেট) ও অভিষিক্ত হার্ষিত রানা (১)। ১৭ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার বুমরাহ।

পেস বোলারদের দাপটে একটা পুরোনো রেকর্ডও হয়েছে পার্থে। পার্থে প্রথম দিনে সর্বোচ্চ ১৭ উইকেট পড়েছে। যা ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাঠে প্রথম দিনে সর্বোচ্চ। ৭৩ রানে ৬ উইকেট হারানোর পর খানিকটা লড়াই করেন ঋষভ পন্ত এবং নিতিশ। দুজনে মিলে গরেন ৪৮ রানের জুটি। ৩৭ রান করা পন্তকে ফিরিয়ে ভারতকে আরও বিপদে ফেলেন প্যাট কামিন্স।

এর আগে প্রথম সেশনে নিতিশ রানা এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেলেও টেইলেন্ডারের কেউই তাকে সঙ্গ দিতে পারছিলেন না। বুমরাহ এবং হারশিত আউট হন আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে। শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং করেন নিতিশও। আর সেটা করতে গিয়েই কামিন্সের বলে ক্যাচ হয়ে ফিরতে হয় তাকে। ১৫০ রানে থামে ভারতের ইনিংস।

অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক, কামিন্স এবং মার্শ।

দিনশেষে ভারতের চেয়ে ৮৩ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।

Similar Articles

Advertismentspot_img

Most Popular