বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

একদিনেই নেইমারের জার্সি বিক্রি করে ১০ লাখ ইউরো আয় পিএসজি’র !

নিউজ ডেস্ক:

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার শুক্রবার আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন পিএসজিতে। নেইমার পিএসজিতে যোগ দিতে না দিতেই তার নাম ও নম্বর সম্বলিত জার্সি বিক্রি শুরু করেছে ক্লাবটি।

প্রথম দিনেই নেইমারের ১০ হাজারেরও বেশী জার্সি সমর্থকদের কাছে বিক্রিও করে ফেলেছে  তারা।

২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড চুক্তিতে ৫ বছরের জন্য পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পিএসজিতে অভিষেক হতে যাচ্ছে ১০ নম্বর জার্সি পড়েই বলে জানা গেছে। প্রথম দিনেই পিএসজি দশ হাজার জার্সি বিক্রি করেছে। প্রতিটি জার্সি ১০০ ইউরো হিসেবে  বিক্রি করেছে তারা। তারমানে জার্সি বিক্রি করেই ১০ লাখ ইউরো আয় করে ফেলেছে ক্লাবটি।

এই জার্সিটি ইতোমধ্যেই পিএসজির দুটো স্টোরেই ব্যপক চাহিদার জন্ম দিয়েছে। এভাবে যদি সমর্থকরা তাদের প্রিয় তারকার জার্সি কেনার প্রতি আগ্রহ প্রকাশ করে তাহলে পিএসজির ট্রান্সফার ফির প্রায় পুরোটাই উঠিয়ে নিতে খুব বেশি সময়ের দরকার হবে না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular