বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

একটি বুরকিনির কারণে এতকিছু হতে পারে !

নিউজ ডেস্ক:

ফ্রান্সে বুরকিনি (মুসলিম নারীদের সাঁতারের জন্য বিশেষ পোশাক) পরে সুইমিং পুলে গোসল করায় এক নারীকে জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ বলেছে, তিনি বুরকিনি পরে সুইমিং পুলে নেমে এর পানি নষ্ট করেছেন।

এ জন্য ওই সুইমিং পুলের পানি পুরোপুরি ফেলে দিয়ে তা পরিষ্কার করে আবার পানি দিতে হবে। এর জন্য সময় লাগবে দু’দিন। তাই ওই নারীকে ৪৯০ ইউরো জরিমানা করা হয়েছে।

লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বরে প্রতিবেদনে বলা হয়েছে, ফাদিলা নামের ওই নারী দক্ষিণ ফ্রান্সের মারসেইলির কাছে তার বাসার সঙ্গে একটি প্রাইভেট আবাসনে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিলেন। তিনি পুলে নামার সঙ্গে সঙ্গে এর স্টাফরা পুলে থাকা অন্য সবাইকে উঠে আসতে বলে। পরে এর মালিক ফাদিলার স্বামীকে ফোন করেন। অন্যরা সুইমিং পুলে সাঁতার কাটা অবস্থায় যেন তার স্ত্রী এতে না নামেন এমন অনুরোধ জানানো হয় তাকে। এ সময় তাদেরকে ৪৯০ ইউরো জরিমানা দিতে বলা হয়।

এ ব্যাপারে ফাদিলা বলেছেন, আমি সুইমিং পুলে নামার আগে আমাকে কেউ বাধা দেয়নি। মুসলিমদের সংগঠন ইউনাইটেড এগেইনস্ট ইসলামোফোবিয়া ইন ফ্রান্সকে (সিসিআইএফ) তিনি অভিযোগ করে বলেন, নিয়ম কানুন সম্পর্কে কেউ আমাকে কিছুই বলেনি। আমাকে জরিমানা করায় আমি হতাশ। বিস্মিত। একটি বুরকিনির কারণে এতটা হতে পারে!

এদিকে, ফাদিলার বুরকিনিতে অস্বাস্থ্যকর কিছু ছিল না বলে জানিয়েছে সিসিআইএফ। তিনি যে পোশাক পরেছিলেন সেটা সাঁতারের জন্য বানানো হয়েছে বলেও জানায় তারা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular