নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পেট্রলবোমা ও নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপিকে আমরা চাই না। আমরা চাই একটি গণতান্ত্রিক ও শক্তিশালী বিএনপি। গত সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও তা পরিপূর্ণতা পায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। আজ যদি বঙ্গবন্ধু আমাদের মাঝে থাকতেন, তাহলে ২০-২৫ বছর আগেই বাংলাদেশ মালয়েশিয়া-সিঙ্গাপুরের চেয়ে উন্নত হতো। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে না পেরে নানা চক্রান্ত অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, বিএনপি কর্মসূচি ঘোষণা করে, কিন্তু রাজপথে তাদের কোনো নেতাকর্মীর দেখা মেলে না। বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, তিনি শুধু বিএনপিরই প্রধান নন, পেট্রলবোমা বাহিনীরও প্রধান।
জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ-ভাসানি যৌথভাবে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাপ-ভাসানির চেয়ারম্যান এম এ ভাসানি। প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব সিরাজুদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।