একটি কলা খাওয়ার জন্য গ্রেফতার মিশরীয় পপ তারকা!

0
52

নিউজ ডেস্ক:

তার অপরাধ তিনি একটি কলা খেয়েছিলেন। আর সেই কারণেই তাকে গ্রেফতার করা হলো।
ঘটনাটি ঘটেছে মিশরে। মিশরের নামকরা পপ তারকা শাইমা তার এক মিউজিক ভিডিওতে একটি কলা খাওয়ার ‘অপরাধে’ এখন অভিযুক্ত। মিউজিক ভিডিওতে তার কলা খাওয়া নিয়ে এখন তোলপাড় বিনোদন দুনিয়া।

মিশরে কলা খাওয়ার ওপরে কোনও নিষেধ নেই। কিন্তু শাইমা তাঁর ভিডিওতে এমন কাণ্ড করেছেন যে, তাকে গ্রেফতার না করে উপায় ছিল না আইন রক্ষকদের। ভিডিওটিতে দেখানো হয়েছে, একটা পুরুষ ঠাসা ক্লাসরুমে তিনি নাচ করছেন। ক্লাসের বোর্ডে বড় করে লেখা রয়েছে ’69’ এবং তিনি অন্তর্বাস পরে নাচতে নাচতে কখনও একটা কলা খাচ্ছেন, কখনও একটা আপেল চাটছেন।

বলাই বাহুল্য এই সবক’টি কাণ্ডই দারুণ রকমের ইঙ্গিতবাহী। কলা খাওয়া, আপেল চাটা থেকে শুরু করে এই ’69’ সবকিছুই পর্নোগ্রাফির অনুষঙ্গ বহন করে।
প্রাথমিক ভাবে ২১ বছেরের এই তারকাকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সেই সঙ্গে মিশরের কোথাও তার অনুষ্ঠান করার ওপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়নি।