বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে নারীসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিরা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের র্প্বূপাড়ার জুলমত আলীর ছেলে ভ্যানচালক আহম্মদ আলীর (৪০) সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে প্রতিবেশী বজলুর সঙ্গে বাগবিত- হয়। একপর্যায়ে বজলুর ছেলে শামীম ও শাওন আহম্মদকে বেধড়ক মারধর করা হয়। এ সময় আহম্মদের চিৎকার শুনে তাঁর স্ত্রী মালেকা ও মেয়ে নিরা এগিয়ে এলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়। পরে অন্য প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে হিজলগাড়ী বাজারে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular