নিউজ ডেস্ক:
বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ শনিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনায় ৪–১ ব্যবধানে হারায় ফ্রেইবুর্গকে। বায়ার্ন মিউনিখের জার্সিতে এটি ছিল তাদের শেষ ম্যাচ। ম্যাচটা জিতেই মাঠ ছাড়লেন ফিলিপ লাম এবং জাবি আলোন্সো। একই সঙ্গে এই দুই তারকা ফুটবলার তাদের ক্যারিয়ার শেষ করলেন।
২০১৪ সালে অধিনায়ক হিসেবে জার্মানিকে বিশ্বকাপ দিয়েছিলেন লাম। তারপরেই আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানান তিনি। কিন্তু শেষ তিন বছর চুটিয়ে বায়ার্নের জার্সিতে খেলেছেন অন্যতম সেরা রাইট-ব্যাক। ১১ বছরে বায়ার্নে পা দেওয়া ফুটবলার প্রায় গোটা জীবনটাই এখানে কাটালেন। অলিভার কানের পর লাম জায়গা পাচ্ছেন বায়ার্নের হল অফ ফেমে।
বেকেনবাউয়ার , উলি হোয়েনেস , কার্ল হেইঞ্জ রুমেনিগের মতো কিংবদন্তিরা এদিন ছিলেন মাঠে। দুই শিশুপুত্রকে নিয়ে আলোন্সো হাজির ছিলেন মাঠে। ২০১৪ সালে রিয়েল মাদ্রিদ ছেড়ে বায়ার্নে আসেন আলোন্সো। সেই বছর স্পেনের জার্সিতে বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন এই সেন্ট্রাল মিডফিল্ডার ৷