অন্য কোনো রোগ না থাকলে এইচএমপিভি ভাইরাস সাধারণ একটি ফ্লুর মতো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেছেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ফ্লুর থেকে কোনো বাড়তি ঝুঁকি নেই এই ভাইরাস নিয়ে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিশেষ সহকারী।
তিনি বলেন, সাধারণ ফ্লুর মতো চিকিৎসা চলবে এই ভাইরাসে আক্রান্তদের। তবে আলাদা করে এই ভাইরাস নিয়ে বিশেষ সতর্ক থাকার প্রয়োজনীয়তা নেই। তবে যারা একটু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন, তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। শুধুমাত্র যাদের শরীরে অন্য রোগ থাকে, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।
করোনার মতো এই ভাইরাস ভয়ঙ্কর নয় জানিয়ে তিনি আরও বলেন, ভয়াবহতার দিক দিয়ে এটি মোটেও করোনার মতো ভাইরাস নয়। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে কোনো দিকনির্দেশনা বা সতর্কবাণী দেয়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এইচএমপিভি ভাইরাস নিয়ে একটি গাইডলাইন দেওয়া হবে, যাতে সবাই সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলেন।