উ. কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে আজ জাতিসংঘে ভোট

0
16
ডেস্ক :
উত্তর কোডিরয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির জন্য অনেক গুরুত্বপূর্ণ পিয়ংইয়ংয়ের তেল সরবরাহের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র প্রণীত একটি খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ শুক্রবার ভোট অনুষ্ঠিত হবে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, গত ২৮ নভেম্বর চালানো উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালানোর জবাবে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে তাদের মিত্র দেশ চীনের সাথে আলোচনার পর যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এ খসড়া প্রস্তাব জমা দেয়।
এ বছর এটি হবে উত্তর কোরিয়ার ওপর তৃতীয় দফা অবরোধ আরোপ। এটি হলে এটা স্পষ্ট যে কোরীয় উপদ্বীপ নিয়ে সৃষ্ট সংকটের অবসানে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার আলোচনায় বসার সকল পথ বন্ধ হয়ে যাচ্ছে।
কূটনীতিকরা জানান, শুক্রবার দুপুর ১ টায় অনুষ্ঠিত বৈঠকে এ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে তারা ধারণা করছেন।