বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

উল্লাপাড়ায় প্রায় পৌনে ৪ কোটি টাকা ব্যয়ে ৬টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় পৌনে ৪ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন ও সংস্কারকৃত ৬টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম সোমবার দিনভর এসব রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উল্লাপাড়ার তত্বাবধানে সংস্কারকৃত রাস্তাগুলো হলো কাশিনাথপুর মসজিদ হতে নলসোন্ধা হাট ২কিলোমিটার এবং কানসোনা হতে বাহিমান মসজিদ পৌনে এক কিলোমিটার মেরামত। এছাড়াও শ্রীবাড়ি হতে মোহনপুর, পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ হতে ঘাটিনা ব্রীজ, বোয়ালিয়া বাজার হতে অলিপুর এবং সলঙ্গা ইউপি অফিস হতে আঙ্গারু হাট পর্যন্ত রাস্তার উন্নয়ন। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, সহকারি প্রকৌশলী মশিউর রহমান এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাস্তাগুলো উদ্বোধন ও ভিত্তি প্রস্থর শেষে সংসদ সদস্য তানভীর ইমাম স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত পৃথক পৃথক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তানভীর ইমাম আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular