সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশনে দুধ বোঝাই দন্ডায়মান নসিমনের সঙ্গে ঢাকা থেকে রংপুরগামী চলন্ত ট্রেন ‘রংপুর এক্সপেসে’র সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন থেকে দুজন পড়ে গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটের সময় এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নাটোর জেলার বাগাতি পাড়া উপজেলার জিতেন্দ্র হালদারের ছেলে লিটন হালদার (২৫) ও লালমনিরহাট জেলার সদরের পশ্চিম আমবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে আতাউর রহমান (৩০)।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সলপ রেলস্টেশনের উপর রেল লাইনের পাশে একটি দুধ বোঝাই নসিমন থেকে দুধের ড্রাম নামানো হচ্ছিল। এসময় (১২টা ৪০মিনিটি) এর সময় ঢাকা থেকে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি যাওয়ার পথে ইঞ্জিনের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। সে সময় নমিসমনটি ছিটকে পড়ে। ধাক্কা খেয়ে ট্রেনের ইঞ্জিনের পাশে বসে থাকা ওই দুজন যাত্রী ইঞ্জিন থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দু’জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ফায়ার সার্ভিস উল্লাপাড়া স্টেশনের স্টেশন মাষ্টার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর জানার পর ফায়ার সার্ভিসের পিকআপ ভ্যানে তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠায়। তবে ট্রেনের কোন ক্ষতি হয়নি, ট্রেনটি চলে যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক আকরামুজ্জামান জানান, দু’জনেরই দুটি পা ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন। দু’জনের অবস্থাই আশংকাজনক। একজনকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।