বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

উলিপুরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে ভারতীয় আগ্রাসন এবং ভারতে বাংলাদেশ দূতাবাস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

হিন্দু মহাজোটের উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের মূখপত্র মতলেবুর রহমান মঞ্জু, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবীর কাজল, ছাত্রনেতা খায়রুল ইসলাম খান, জেলা কৃষকদলে যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ভারতীয় দোসররা। তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে সর্বস্তরের জনগণকে। আমরা সেই কাজে সর্বদা প্রস্তুত আছি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular