রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

উপকূলে ঘুরে বেড়াচ্ছে ক্রোকোডাইল শার্ক !

নিউজ ডেস্ক:

এতদিন ব্রাজিল ও অস্ট্রেলিয়া উপকূলের মতো গ্রীষ্মপ্রধান সামুদ্রিক অঞ্চলে দেখা গেলেও এই প্রথম ব্রিটিশ উপকূলে পাওয়া গেল ক্রোকোডাইল শার্কের দেহ। কুমিরের মতো ধারালো দাঁতের সারি রয়েছে বলেই হাঙরের এই নাম।

ব্রিটেনের কর্নিশ শহরের ন্যাশনাল মেরিন অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্প্রতি প্লাইমাউথের হোপ কোভ সৈকতে একটি ক্রোকোডাইল শার্কের মৃতদেহ পাওয়া গেছে।

মিউজিয়ামের কিউরেটর জেমস রাইট জানিয়েছেন, ‘ব্রিটেনের ইতিহাসে এই প্রজাতির হাঙরের কোন উল্লেখ নেই। সাধারণত ব্রাজিল ও অস্ট্রেলিয়ার মতো গ্রীষ্মপ্রধান দেশে দিনের আলোয় তারা গভীর সমুদ্রে থাকে। রাতে তাপমাত্রা নামলে তারা তীরের কাছাকাছি খাবারের খোঁজে চলে আসে। ‘

তিনি জানিয়েছেন, ‘এমন বিক্ষিপ্ত ঘটনা এর আগে দক্ষিণ আফ্রিকাতেও ঘটেছে। মনে হয় ব্রিটিশ সমুদ্রের নিম্ন তাপমানের কারণেই হাঙরটির মৃত্যু হয়েছে। ‘ কিন্তু কী কারণে অচেনা সামুদ্রিক অঞ্চলে চলে এল হাঙরটি? বিষয়টি শুধুই বিক্ষিপ্ত ঘটনা, না কি জীবজগতের নতুন কোন ধারার প্রচলন তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular