বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

উদ্বোধন হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীর চর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা- ২০২৫ শুরু হয়েছে।

বুধবার বিকেল ৫ টায় হাবিপ্রবির কেন্দ্রীয় মাঠ-৪ এ উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, বিভিন্ন হলের হল সুপার, প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “খেলাধুলা একাডেমিক বিষয়ের একটা অংশ, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো রাখে। আমি আশা করি একদিন তোমাদের মধ্য থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা আমি প্রদান করবো।”

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ৮টি অনুষদ অংশগ্রহণ করছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular