উত্তর কোরিয়ার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করতে চীন সফরে টিলারসন !

0
25

নিউজ ডেস্ক:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শনিবার বেইজিং পৌঁছেছেন। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার প্রচেষ্টা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই তিনি এ সফরে গেছেন।
খবর এএফপি’র।

সফরকালে চীনের শীর্ষ কূটনীতিক ইয়ং জিচি ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে আলোচনার পর টিলারসনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের পারমাণবিক উস্কানি কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে কয়েক মাসের উত্তেজনার পর বিশ্বের ক্ষমতাধর এ দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নতির প্রেক্ষাপটে তিনি এ সফরে গেলেন।

উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে বাধ্য করতে পিয়ংইয়ংয়ের ওপর আরও চাপ প্রয়োগে শি’র প্রতি ট্রাম্প বারবার আহ্বান জানান।

এর ফলে উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার চীন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপ করা জাতিসংঘের নতুন অবরোরোধের প্রতি সমর্থন জানায়।

এক্ষেত্রে বেইজিং জোর দিয়ে বলেছে যে, শান্তি আলোচনা আয়োজন প্রচেষ্টার পাশাপাশি এ নিষেধাজ্ঞা অবশ্যই কার্যকর থাকবে।

এদিকে বিষয়টি নিয়ে পরস্পরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে দেয়া ট্রাম্প ও কিমের পাল্টাপাল্টি বক্তব্য এ উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।