নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এ নিয়ে চিন্তিত পুরো বিশ্ব।
আর তারই জের ধরে কিমের ওপর আরও চাপ বাড়াতে সম্মত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ব্যাপারে আবে মঙ্গলবার বলেছেন, তিনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আরও চাপ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন। জাপানের ওপর দিয়ে পিয়ংইয়ং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায়, দেশটির বিরুদ্ধে চাপ বাড়ানোর ব্যাপারে আবে বলেন, বিগত কয়েক বছরের মধ্যে এটি ছিল পিয়ংইয়ংয়ের সবচেয়ে মারাত্মক উস্কানিমূলক কর্মকাণ্ড।
ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিট ধরে টেলিফোনে কথা বলার পর আবে সাংবাদিকদের বলেন, ‘আমরা অতি দ্রুত জাতিসংঘে জরুরি বৈঠক করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও চাপ জোরদার করবো। ’ তিনি বলেন, ট্রাম্প এ ব্যাপারে জাপানের পাশে থাকার অঙ্গীকার করেছেন।
এছাড়া যুক্তরাষ্ট্র ও জাপানের সম্পর্কর ব্যাপারে ট্রাম্পের বরাত দিয়ে আবে আরও বলেন, ‘তিনি দৃঢ় অঙ্গীকার করে বলেছেন যে যুক্তরাষ্ট্র শতভাগ জাপানের পাশে রয়েছে। আমরা জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা বাড়াবো। এ ব্যাপারে আমরা চীন, রাশিয়া ও আন্তর্জাতিক গোষ্ঠীকে পাশে নেয়ার চেষ্টা চালাবো এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচির নীতি পরিবর্তনে বাধ্য করতে উত্তর কোরিয়ার ওপর আরো জোরালো চাপ প্রয়োগ করবো। ’
সূত্র: এএফপি