বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

উত্তর কোরিয়ার উপর নজর রাখছে আমেরিকার GLOBAL HAWK !

নিউজ ডেস্ক:

যেকোনো সময় শুরু হতে পারে উত্তর কোরিয়া-আমেরিকা যুদ্ধ। তারই জের ধরে প্রতিপক্ষকে নজরে রাখতে এবার নয়া ব্যবস্থা নিল আমেরিকা। বেশি উচ্চতায় উড়তে সক্ষম গোয়েন্দা ড্রোন জাপানে মোতায়েন করেছে দেশটি। উত্তর কোরিয়া বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি চালানোর লক্ষ্যে এই ড্রোন মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনের উড্ডয়ন এবং অবতরণ নিয়ন্ত্রণ করা হবে ইয়োকোতা বিমান ঘাঁটি থেকে। কিন্তু প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছানোর পর এ ড্রোন দিয়ে গোয়েন্দা তৎপরতা চালানোর কাজ নিয়ন্ত্রণ হবে আমেরিকার মূল ভূখণ্ড থেকে। এছাড়া আরও চারটি আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোন এবং ১১০ জন কর্মী শিগগিরই জাপানে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। জাপানের নিরাপত্তা নিশ্চিত করতেই ড্রোন ও কর্মী বাহিনী দেশটিতে মোতায়েন করা হচ্ছে বলে দাবি করেছে আমেরিকা।

জানা গেছে, সোমবার শেষ বেলায় আরকিউ-৪ গ্লোবাল হক নামের এ ড্রোন টোকিওর ইয়োকোতা বিমান ঘাঁটিতে পৌঁছায়। ১৫ কিলোমিটার বা তার চেয়ে উচ্চতা থেকে তথ্য সংগ্রহের ক্ষমতা আছে আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোনের। অবশ্য হামলা চালানোর ক্ষমতা এ ড্রোনের নেই।

Similar Articles

Advertismentspot_img

Most Popular