বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

উত্তর কোরিয়াকে নজরে রাখতে আমেরিকার নতুন ইউনিট গঠন !

নিউজ ডেস্ক:

একের পর এক পরমাণু হুমকি দিচ্ছেন পিয়ংইয়ংয়ের রাষ্ট্রনেতা কিম জং উন। তাই উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যকলাপের উপর নজরদারি চালাতে বিশেষ একটি দল গঠন করল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টালিজেন্স এজেন্সি (সিআইএ)। কোনও দেশের উপর নজরদারি চালাতে এমন সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের।

এ ব্যাপারে সংস্থার ডিরেক্টর মাইক পম্পেই জানিয়েছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলোর চিন্তা বাড়াচ্ছে উত্তর কোরিয়া। তাদের কার্যকলাপের উপর আরও কড়া নজর রাখতে সাহায্য করবে এই কোরিয়া মিশন সেন্টার। ’ এই সদ্যগঠিত দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ন্যাশনাল সিকিউিরিটি কমিউনিটির সঙ্গে যোগাযোগ রেখে নজরদারি চালাবে বলেও জানা গেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular