উত্তর কোরিয়ার ফের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ !

0
14

নিউজ ডেস্ক:

আবারো ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া৷মিসাইলটি পূর্বদিকে জাপান সাগরের কাছে গিয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্লেষকেরা৷মার্কিন কর্মকর্তারা এবং দক্ষিণ কোরিয়া এই উৎক্ষেপণের বিষয়ে জানিয়েছে৷খবর বিবিসি’র।

পেন্টাগণের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে কর্ণেল রব ম্যানিং জানিয়েছেন, সমগ্র বিষয়ের দিকে নজর রাখা হয়েছে এবং কোনও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ্যে আনা হবে।

অন্যদিকে জাপানে ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে তৎকালীন বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন সরকারের মুখ্য ক্যাবিনেট সেক্রেটারি৷দক্ষিণ কোরিয়ার সামরিকবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই প্রত্যুত্তর হিসেবে দক্ষিণ কোরিয়া একটি মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা করা হয়৷ কিম যে আবারো মিসাইল টেস্ট করবে এমন অনুমান আগেই করেছিল মার্কিন প্রশাসন৷