রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

উচ্চশিক্ষার জন্য এ সকল অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ – উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের খুলনা প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, সমাজে অনেক শিক্ষার্থী রয়েছে, যারা অসম্ভব মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের সঠিকভাবে বিকশিত করতে পারে না। উন্নত শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তারা নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। উচ্চশিক্ষার জন্য এ সকল অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আমাদের একটু সহযোগিতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ সঠিকভাবে গড়ে উঠতে পারে।

আজ শনিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় খুলনা বিএমএ মিলনায়তনে ‘শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন’ কর্তৃক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপাচার্য এ কথা বলেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দ তোশারফ আলী। তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন ও উন্নত বিশ্বের নানা দেশের শিক্ষা-সংস্কৃতির বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।

ফাউন্ডেশনের সভাপতি এস এম শাহনওয়াজ আলী আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ বাগেরহাটের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শেখ আব্দুল আজিজ, খুলনা কোর্টের এপিপি এ্যাড. শেখ আলফাজ হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনার সাবেক সভাপতি সরদার হাছিবুর রহমান ও মহেন্দ্রনাথ সেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ বাগেরহাট, কাজি আজহার আলী কলেজ ফকিরহাটের ১৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন

Similar Articles

Advertismentspot_img

Most Popular