বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

উখিয়ায় এইচআইভি পজেটিভ রোহিঙ্গা নাগরিক শনাক্ত

বিপ্লব নাথ (চট্টগ্রাম) : মিয়ানমারে গণহত্যার মুখে রাখাইন রাজ্যে থেকে পালিয়ে আসা উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেওয়া একজন এইচআইভি পজেটিভ রোহিঙ্গা ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও চারজন হাম, ১৬ জন পোলিও রোগীও পাওয়া গেছে। তারা কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আছেন। কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন আরও বলেন, দীর্ঘদিন হেঁটে আসায় এরা ক্রমাগত দুর্বল পড়েছে। তাছাড়া বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে।
সরকার এই পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে উল্লেখ করে সিভিল সার্জন আরও বলেন, রোহিঙ্গাদের জন্য ৩২টি মেডিক্যাল টিম কাজ করছে।
তিনি জানান, ক্যাম্পগুলোতে এক লাখ ২০ হাজার হামের টিকা, ৪৫ হাজার পোলিও ভ্যাকসিন, ৪০ হাজার ভিটামিন ট্যাবলেট বোতল বিতরণ করা হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular