নিউজ ডেস্ক:
আইওএস কীবোর্ড নিয়ে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে মাইক্রোসফট। এবার তারা উইন্ডোজ ফোন কীবোর্ড সরিয়ে নিচ্ছে। উইন্ডোজ ফোন কীবোর্ডের পরিবর্তে আইফোন ব্যবহারকারীদের এখন থেকে সুইফটকী কীবোর্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।
মাইক্রোসফট গ্যারাজ পেজে কোম্পানিটি জানায়, ওয়ার্ড ফ্লো এর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। আমরা চাই ব্যবহারকারীরা অ্যাপস্টোর থেকে সুইফটকী কীবোর্ড ডাউনলোড করুক। সুইফটকী কীবোর্ড যারা বানিয়েছে তারা প্রতিনিয়তই এটিকে আপডেট করছে।
সূত্র : হিন্দুস্থান টাইমস