মেহেরপুর প্রতিনিধিঃ ঈদ উপলক্ষে মেহেরপুরে দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য এ.এম.এস ইমন। গতকাল বিকেলে শহরের নতুনপাড়ায় ৫০ জন দুস্থ্য পরিবারের মাঝে তিনি ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক তাসনিন আহম্মেদ, সাবেক ছাত্র নেতা আতিক স্বপন, মোস্তাফিজুর রহমান চন্দন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মাহাবুব এলাহী ও অরুপ, রাজিব, শিমুল, বিপুল প্রমূখ।