ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায় !

0
31

নিউজ ডেস্ক:

জাতীয় ঈদগাহ ময়দানে এবছর ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে।

রবিবার ধর্ম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের জানান।

আসন্ন ঈদে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, তবে সরকার সতর্ক দৃষ্টি রাখছে। দক্ষিণ সিটি করপোরেশন ঈদগাহ ময়দানের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। জাতীয় ঈদগাহে ঈদের জামাতের নিরাপত্তা বিধানে প্রস্তুত থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ বা ২৭ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

ধর্মমন্ত্রী জানান, মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।