শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ঈদুল আযহা উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট ২০ আগস্ট থেকে !

নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল ২০ আগস্ট রবিবার থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে এক সমন্বয় সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০ আগস্ট সকাল ১০টা থেকে সদরঘাটের সব লঞ্চ কাউন্টারে ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে। যদি কোনো লঞ্চ তাদের কাউন্টার না খোলে কিংবা লঞ্চের টিকিট নিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার জন্যও কঠোর নির্দেশ দেন তিনি।

তিনি আরো বলেন, যাত্রীদের সুবিধার জন্য সদরঘাট টার্মিনালে চার শতাধিক গাড়ি রাখার পার্কিং, ২১টি কন্ট্রোল রুম ও একটি বিশাল যাত্রী ছাউনি রাখা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় নিয়োজিত থাকবেন।

এসময় নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবদীনের সভাপতিত্বে সভায় বিভিন্ন লঞ্চ মালিক ও সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular