রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ইসলামী সামরিক জোটের উচিত আল জাজিরার ওপর বোমা ফেলা:ঢাহি খালফান

নিউজ ডেস্ক:

মিশরের উত্তর সিনাই প্রদেশের আল রাওদাহ মসজিদে শুক্রবার জুমার নামাজে বোমা হামলা ও গুলির ঘটনায় তীব্র নিন্দা আর সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। আর তারই জের ধরে দুবাইয়ের লেফটেন্যান্ট জেনারেল ঢাহি খালফান কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বোমা মেরে উড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

এ নিয়ে শুক্রবার বেশ কয়েকটি টুইট করেন সংযুক্ত আরব আমিরাতের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। টুইট বার্তায় তিনি লেখেন, আল জাজিরা জঙ্গি প্রতিষ্ঠান। তারা ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা এবং আল নুসরা ফ্রন্টের চ্যানেল ও সন্ত্রাসবাদের মেশিন। ইসলামী সামরিক জোটের উচিত তাদের ওপর বোমা ফেলা।

মিশর ও আরব বিশ্বের নিরাপত্তা নিয়ে আল জাজিরা ছিনিমিনি খেলছে বলেও তিনি টুইট বার্তায় উল্লেখ করেন।

এদিকে আল জাজিরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংবাদ মাধ্যমটির আরবি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের আবু হিলাল্লাহ বলেন, আমাদের অফিসে কোনো হামলা এবং আমাদের কর্মীদের ওপর কোনো সন্ত্রাসী হামলা হলে তার পুরো দায়ভার খালফানের।

প্রসঙ্গত, সাবেক পুলিশ প্রধান ঢাহি খালফান এখন আমিরাতের নিরাপত্তা প্রধান। টুইটারে তার ২০ লাখ ৪২ হাজার ফলোয়ার রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular