শুভ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠদানের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন
আজ দুপুরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. মসিউর রহমান কর্তৃক এক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।
এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে বিষয় ও পদ সংখ্যা উল্লেখ করা হয়। বিষয়গুলো হচ্ছে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, ইংরেজি, অর্থনীতি, ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান। প্রতিটি বিষয়ের জন্য একটি করে পদ মোট ১০ টি পদ সংখ্যা রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান পাস থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/ জিপিএ ৩.৫ (৫.০০ এর মধ্যে) এবং স্নাতক সম্মানে ২য় শ্রেণি/ সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে ও সর্বোচ্চ ৪০ বছর। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য যে, প্রার্থীদের ১০/০১/২০২৫ তারিখ থেকে ১২/০১/২০২৫ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে স্ব-হস্তে লিখিত আবেদনের সাথে এস.এস.সি, এইচ.এস.সি এবং সম্মান পাসের সনদপত্র, নম্বরপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর জমা দিতে হবে।