বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ মহড়ায় ভারত !

নিউজ ডেস্ক:

বিশ্বের একমাত্র ইহুদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত। আর যুদ্ধ কলাকৌশলের সঙ্গে পরিচিত হতে ইতোমধ্যেই জেরুজালেমের পথে রওনা হয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি দল।

এ যুদ্ধ মহড়া চলবে ২-১৬ নভেম্বর পর্যন্ত । ‘ব্লু ফ্ল্যাগ ১৭’ নামের ওই মহড়া যোগ দিতে মঙ্গলবার ইসরায়েলে পাঠানো হয় সি-১৩০জে সুপার হারকিউলিস যুদ্ধবিমান। সঙ্গে গিয়েছে ৪৫ সদস্যের বাহিনী। যেখানে রয়েছেন গারুড কম্যান্ডোরাও।

এবারই প্রথমবারের মতো ইসরায়েলে যুদ্ধের মহড়ায় বাহিনী পাঠাল ভারত। ভারত ছাড়াও এই মহড়ায় যোগ দেবে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইতালি, গ্রিস ও পোল্যান্ড।

ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ‘ব্লু ফ্ল্যাগ হলো দ্বিবার্ষিক বহুপাক্ষিক মহড়া। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সেনাবাহিনীর পারস্পরিক সমঝোতা তৈরি করাই এর লক্ষ্য। উভদা বিমানবাহিনী ঘাঁটিতে এই মহড়ায় পারস্পরিক জ্ঞান ও যুদ্ধের অভিজ্ঞতা আদানপ্রদানের পাশাপাশি নিজেদের দক্ষতাও বাড়িয়ে নিতে পারবে দেশগুলো।

তিনি আরও জানান, ‘এই প্রথম বহুপাক্ষিক মহড়ায় ইসরায়েলি বিমানসেনাদের সঙ্গে যোগ দিচ্ছে ভারতীয় বিমানসেনা। এই মহড়ায় দুই দেশের বাহিনীর সেরা অভ্যাসগুলো সেরা সেনা সদস্যদের থেকে জানার সুযোগ তৈরি হলো।

Similar Articles

Advertismentspot_img

Most Popular