ইসরায়েলকে ‘দখলবাজ ও শিশু হত্যাকারী’ বললো কুয়েত !

0
11

নিউজ ডেস্ক:

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৭তম সম্মেলন। ১৭৬টি দেশের প্রতিনিধি এখানে অংশ নিয়েছেন।
এখানেই ইসরায়েলকে সরাসরি অবৈধ দখলবাজ ও শিশু হত্যাকারী বলে আখ্যা দিয়েছে কুয়েত।

সম্মেলনে কুয়েতের প্রতিনিধি মারজুক আল-ঘানিম ইসরায়েলের প্রতিনিধিকে উদ্দেশ্যে করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সাংসদদের প্রতিক্রিয়ার দেখার পর আপনাদের উচিত ব্যাগপত্র গুছিয়ে এ হল থেকে বেরিয়ে যাওয়া। এখনই এ হল থেকে বেরিয়ে যান যদি আপনাদের আত্মসম্মানবোধ থাকে… আপনারা দখলবাজ, শিশুদের হত্যাকারী। নিষ্ঠুর দখলবাজ আপনারা। প্রবাদ আছে, ‘যদি লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা করো। ‘ আপনারা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতিনিধিত্ব করছেন, এটা সন্ত্রাসবাদের সবচেয়ে বিপজ্জনক ধরন।

মারজুক আল-ঘানিমের এমন বক্তব্যকে সমর্থন দিয়েছেন ফিলিস্তিনের জাতীয় কাউন্সিলের প্রতিনিধি আজম আল-আহমাদ। তিনি বলেন, ‘মারজুক আল-ঘানিমের বক্তব্য আরব জাতির ভাবনরই প্রতিফলন। সম্মেলনের আগত বিশ্বের প্রতিনিধিদের সামনে তিনি ফিলিস্তিনের ক্ষতের ওপরই আলো ফেলার চেষ্টা করেছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর