বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ইসরায়েলে ৫৫টি রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

ইসরায়েলের আইলেট হাশহারে বসতি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। পূর্বেই হিজবুল্লাহ এই হামলার দাবি জানিয়েছিল।

নিক্ষেপ করা রকেটের ভিতর কিছু রকেট ফাঁকা জায়গায় পড়েছে বলে জানিয়েছি ইসরায়েল।

এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেছে তারা।

তবে রকেট নিক্ষেপের ফলে বেশ কয়েকটি এলাকায় দাবানল তৈরি হয়েছে, যা নেভাতে কাজ করছে ফায়ার ব্রিগেড।

এর আগে, মিসগাভ আমের উত্তর দিকে একটি সামরিক অবস্থানে আরেকটি হামলা চালানো হয়। যে হামলায় একজন সৈন্য গুরুতর এবং অন্য একজন সামান্য আহত হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করে ইসরায়েলি বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়েছে, আহত সেনাদের চিকিৎসা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

Similar Articles

Advertismentspot_img

Most Popular