ইসরায়েলের আরও এলাকায় রকেট হামলার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। নেতানিয়াহু সরকার লেবাননে বিমান হামলা এবং স্থল আক্রমণ বন্ধ না করলে ইসরায়েলে রকেট হামলা চালাবে গোষ্ঠীটি। মঙ্গলবার (১৫ অক্টোবর) হিজবুল্লাহর ভারপ্রাপ্ত প্রধান নাইম কাসেম এ কথা বলেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
সরাসরি সম্প্রচারিত একটি বক্তৃতায় নাইম কাসেম, “আমি ইসরায়েলি হোম ফ্রন্টকে বলছি: সমাধান হল যুদ্ধবিরতি।”
কাসেম বলেছেন, হিজবুল্লাহ “শত্রুকে আঘাত করার” দিকে মনোনিবেশ করছে। তার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলে আরও দক্ষিণে আক্রমণ চালাবে। এসময় তিনি অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির কথাও বলেন। তিনি বলেন, আমরা লেবাননকে ফিলিস্তিন বা ফিলিস্তিনকে বিশ্ব থেকে আলাদা করতে পারি না।
গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল তাদের চলমান মারাত্মক হামলা শুরু করার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরাইল প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ঘনবসতিপূর্ণ রাজধানী বৈরুতসহ লেবাননের অন্যান্য জায়গায় হামলা শুরু করলে আন্তঃসীমান্ত যুদ্ধ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তীব্র হয়।