বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ইসরায়েলের হামলায় লেবাননে নতুন করে নিহত ১৮

ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে সংঘাত আরও তীব্রতর করে ইসরায়েল আজ সোমবার (১৪ অক্টোবর) লেবাননের উত্তরাঞ্চলের খ্রিস্টান-অধ্যুষিত শহর আইতুতে প্রথমবারের মতো আঘাত হানে। লেবাননের রেড ক্রস জানায়, এই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে এবং চারজন আহত হয়েছে।

আইতুর মেয়র জোসেফ ট্রাড জানিয়েছেন, এই এলাকায় একটি বাড়িতে আঘাত হানা হয়, যা বাস্তুচ্যুত পরিবারগুলো ভাড়া নিয়েছিল।

ইসরায়েল ইতোমধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং বৈরুতের উপকণ্ঠে সামরিক অভিযান চালাচ্ছে। এবার উত্তরের দিকে এই অভিযান বিস্তৃত হলো।

ইসরায়েল সোমবার ২৫টি গ্রামের বাসিন্দাদের আউয়ালি নদীর উত্তরে চলে যাওয়ার নির্দেশ দেয়, কারণ দক্ষিণ লেবাননে আক্রমণ আরও জোরদার করেছে তারা। এর অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর এক হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের অ্যান্টি-ট্যাংক ইউনিটের কমান্ডার মুহাম্মদ কামেল নাইম নিহত হন। তবে হিজবুল্লাহ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে, ইসরায়েল ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির জ্বালানিমন্ত্রী ইলি কোহেন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, হিজবুল্লাহ তাদের আশ্রয় হিসেবে ব্যবহার করছে।

ইসরায়েলি ট্যাংকগুলো রোববার জাতিসংঘের একটি ঘাঁটিতে প্রবেশ করেছে বলে অভিযোগ করে জাতিসংঘ। জবাবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণের সময় জাতিসংঘের সদস্যরা মানবঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করে তারা। তবে হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular