ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় আরো অন্তত ১৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০০ জন। এ নিয়ে ৯ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ হাজার ৫৮৪ জনে। এই ৯ মাসে আহত হয়েছেন আরো প্রায় ৮৯ হাজার ফিলিস্তিনি।
রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ১৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে। হামলায় এ পর্যন্ত অন্তত ৮৮ হাজার ৮৮১ ফিলিস্তিনি আহত হয়েছেন।