ইসরায়েলি হামলার বদলা নেওয়ার অঙ্গীকার খামেনির

0
8

ইরানে ইসরায়েলি হামলার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (২ নভেম্বর) খামেনি বলেন, ইরান ও তার মিত্রদের ওপর হামলার বদলা নেবে তেহরান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত যে তারা অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে।

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের আগেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে হুশিয়ারি দিল ইয়ারান।

ইসরায়েল গত ২৬ অক্টোবর ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর আগে ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর বদলা হিসেবে ২৬ অক্টোবর ইরানে হামলা চালায় ইসরায়েল।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে হামাসের প্রতি সমর্থন জানিয়ে লেবাননের রাজনৈতিক-সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, ইসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েলও পাল্টা আক্রমন করে। তবে গত ২৬ অক্টোবর থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে ইসরায়েল।